নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তিনটি পদে মোট ৭৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে বলা হয়েছে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ নভেম্বর, ২০২১।
যে পদগুলোতে আবেদন করা যাবে সেগুলো হলো: পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও আয়া। মোট পদসংখ্যা ৮৬ জন।
পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক/মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাস হতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (https://www.dgfpnil.teletalk.com.bd/) এই ঠিকানায়।
আরআই