করোনা রোগে ভুগে ৭ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৯ জনের। আর করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ১৯২ জন। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি সাত লাখ ২৩ হাজার ৭৯৭টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬৮।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৭৪টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১৩৫টি। শনাক্তের হার এক দশমিক ১৬। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয়জন আর নারী একজন। বিভাগের মধ্যে ঢাকার পাঁচজন আর একজন করে চট্টগ্রাম ও খুলনা মিলে ২ জন। সরকারি হাসপাতালে ছয়জন এবং বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।
এমকে