এক ছেলের ফাঁসি, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

২১ নভেম্বর ২০২১

ফরহাদ খান, নড়াইল:
নড়াইলের নড়াগাতীর ফিরোজ ভূঁইয়া হত্যা মামলার রায়ে বাবা-ছেলে মিলে একই পরিবারের চারজনকে দণ্ডিত করেছেন আদালত। এর মধ্যে এক ছেলেকে দেয়া হয়েছে ফাঁসির দণ্ড। আর বাকিদের দেয়া হয়েছে যাবজ্জীবন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নড়াগাতীর কালিনগর গ্রামের ছায়েন উদ্দিন (১০১), তার ছেলে আলমগীর ভূঁইয়া (৫০), হাবিবুর রহমান ভূঁইয়া (৫৫) ও জঙ্গু ভূঁইয়া। এদের মধ্যে আলমগীর ভূঁইয়ার ফাঁসির আদেশ হয়েছে। রায় ঘোষণার সময় জঙ্গু ভূঁইয়া ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ নেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কালিনগর গ্রামের রবিউল ইসলাম ভূঁইয়াদের সাথে আসামিদের বিরোধ ছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের মধ্যে শালিস বৈঠক হয়। শালিসের পর রবিউলের ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রবিউল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর