অরাজকতা করলে জবাব দেবে আইনশৃঙ্খলা বাহিনী

২১ নভেম্বর ২০২১

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতির ইস্যূতে সভা-সমাবেশের মাধ্যমে বিএনপি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী জবাব দিবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, খালেদা জিয়ার জন্য দোয়া-মাহফিল করতে পারে তারা।

 

রোববার রাজধানী ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে সচিবালয়ে দেখা করে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হবে। চিঠিতে অতীতের রাজনৈতিক ভুল-ভ্রান্তি ভুলে যাওয়ার অনুরোধ করা হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। আইনিভাবে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী কামাল।

 

এমকে


মন্তব্য
জেলার খবর