আড়াই সহস্রাধিক ডেঙ্গু রোগী ভর্তি

২১ নভেম্বর ২০২১

চলতি নভেম্বর মাসের ২১ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৯৮ জন ডেঙ্গু রোগী। আক্রান্তদের বেশিরভাগের বসবাস ঢাকায়। আর চলতি বছরে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ২৬ হাজার ৪৫৩ জন, মারা গেছেন ৯৮ ডেঙ্গু রোগী।রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুম বলছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১০ জন । এর মধ্যে ঢাকায় ৭৫ জন, বাকিরা ঢাকার বাইরে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৩১ জন। এর মধ্যে ঢাকায় ৪১৫ জন, ১১৬ জন ঢাকার বাইরে। চলতি বছরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৮২৪ জন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর