মন্তব্য
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালে এস এম আবু জাফর (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। তিনি বিভিন্ন সরকারি অফিসের সীলমোহর নকল করে প্রতারণার মাধ্যমে মানুষের কাছে থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন বলে জানিয়েছে র্যাব। রোববার বিকাল ৩টায় উজলকুড় ফকিরবাড়ী থেকে তাকে আটক করা হয় ৷ এস এম আবু জাফর উজলকুড় গ্রামের এবাদ আলী শেখের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছে থেকে সরকারি বিভিন্নঅফিসের সীলমোহর, সীলপ্যাড, ফাঁকা ষ্ট্যাম্প, কোর্ট ফি ষ্ট্যাম্প, এস এ খতিয়ানের কপি, আরএস খতিয়ানের কপি, জমির দলিলপত্র ও অন্যান্য মালামাল জব্দ করা হয় ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে রামপাল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছিল ৷
অমিত পাল/এমকে