বিএনপির এমপিদের মানববন্ধন

২১ নভেম্বর ২০২১

দলের চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী (সাবেক) বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। রোববার সকালে রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে এ মানববন্ধন করেন তাঁরা।

মানবন্ধনে অংশ নেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়ার গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

মানববন্ধনে দাঁড়িয়ে তাঁরা বলেন, খালেদা জিয়ার শরীর ভালো নেই। সরকার ধীরে ধীরে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাঁর কিছু হলে পুরো দায়ভার সরকারকেই নিতে হবে।

বর্তমান সরকারের সময়ে সাজাপ্রাপ্ত কিছু আসামিকে দেয়া সুযোগ-সুবিধার কথা তুলে ধরে তাঁরা আরো বলেন, বেআইনিভাবে ৩০ জনের অধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে। ৪০১ ধারা উপেক্ষা করে সাবেক সেনা প্রধানের ভাইকে মুক্তি দেয়া হয়েছে। ইয়াবা সম্রাট, মাদকপাচারকারী, টাকা পাচারকারীরা ক্ষমতার দাপটে এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর বেআইনিভাবে সাবেক প্রধানমন্ত্রীর ওপর জুলুম অব্যাহত রেখেছে সরকার। খালেদা জিয়া মুক্তি পেলে সারা দেশের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে, এটি দমন করার জন্য তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না।

এমকে


মন্তব্য
জেলার খবর