মন্তব্য
প্রত্নতত্ত্ববিদগণ সম্প্রতি মরক্কোতে এক লাখ ৪২ হাজার থেকে এক লাখ ৫০ হাজার বছর পুরনো ছিদ্রযুক্ত শেল উদ্ধার করেছে।
দক্ষিণ-পশ্চিম মরক্কোর আটলান্টিক উপকূল থেকে ১০ মাইল ভেতরে বিজমাউন গুহায় ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত খননকালে ৩৩টি সামুদ্রিক শামুকের খোলস বের করা হয়েছিল।
এটিকেই পৃথিবীর প্রাচীনতম ব্যবহৃত অলংকার বলে ধারণা করা হচ্ছে।
দ্য হিস্টরি ব্লগ