হারমোনিয়াম বাজিয়ে গান পরিবেশন করছিলেন গুজরাটি গায়িকা উর্বশী রাড্ডিয়া।
আচমকা পেছন থেকে একজন বালতিভর্তি টাকা তার মাথায় ঢেলে দেন।
তাকে কয়েকজন টাকাও ছুড়ে দিয়েছিলেন। এমন ঘটনায় গান গাওয়া থামাননি তিনি।