মন্তব্য
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমরা পাকিস্তানে চীনের ব্যবসা-বাণিজ্যকে সম্প্রসারণ করবো। এজন্য যে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার প্রয়োজন হয় আমরা তা অগ্রাধিকারের ভিত্তিতে দেবো। এছাড়া পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তিনি চীনের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইমরান খান বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন নয়। অতীতে ও বর্তমানে চীনের সঙ্গে সম্পর্ক যেমন ছিল বা আছে ভবিষ্যতেও তেমন থাকবে। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আমরা সম্মান জানাই।
এসময় ইমরান খান পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চীনের বিনিয়োগকারীদের যথাযথ সুযোগ-সুবিধা ও বিদ্যমান সমস্যাগুলোকে জরুরি ভিত্তিতে সমাধান করার নির্দেশনা দেন।
জিও টিভি