লেনদেন বেড়েছে প্রায় সোয়া ৩২৫ কোটি টাকা

২২ নভেম্বর ২০২১

দিন শেষে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৩২৫ কোটি ২৩ লাখ টাকা। কমছে সবগুলো মূল্যসুচকের পয়েন্টসহ সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৫৯টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৩০টির, বেড়েছে ১১৪টির এবং অপরিবর্তিত থাকে  বাকি ১৫টির।

লেনদেন হয় এক হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৪৬১ কোটি তিন লাখ টাকা। রোববার ডিএসইএক্স সূচক  ছয় দশমিক ১৪ পয়েন্ট  কমে সাত হাজার ৮৫ দশমিক ৬৭ পয়েন্টে, ডিএসইএস সূচক পাঁচ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে এক হাজার ৪৭৫ দশমিক ২৭ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১১ দশমিক ১০ পয়েন্ট কমে দুই হাজার ৬৮৩ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বেক্সিমকো ও দর বৃদ্ধিতে  একমি পেস্টিসাইডস লিমিটেড শীর্ষে ওঠে আসে। শেয়ার লেনদেন হয় ১২৭ কোটি ৮৯ লাখ টাকার, দর বৃদ্ধি পায় ১০ শতাংশ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর