হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

২২ নভেম্বর ২০২১

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তান নারী দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ছেলেরা না পারলেও বিদেশের মাটিতে নারীরা ঠিকই জয় নিশ্চিত করল। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের রুমানা আহমেদ।

 

রোববার টস ভাগ্য পক্ষে ছিল বাংলাদেশের। পাক নারীদের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় সালমারা। ব্যাটিংয়ে নেমে বড় লক্ষ দাঁড় করায় তারা। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ২০১ রান করে তারা।

 

সর্বোচ্চ ৮৭ রান আসে নিধার ব্যাট থেকে। এছাড়া মুনিবা ২২, আয়েশা ৬, জাভেরিয়া ১২, ওমাইমা ০, আলিয়া ৬১*, ফাতিমা ৫ ও দিয়ানা ১ রান করেন।

 

বাংলাদেশের নাহিদা ও রিতু ২টি করে এবং সালমা খাতুন ১টি উইকেট নেন।

 

বাংলাদেশ নারীদের জন্য লক্ষ্যটা ছিল বেশ বড়। লক্ষ তাড়া করতে নেমে বেশ বেগ পেতে হয়েছিল তাদের। শেষ ওভার অবদি খেলতে হয়েছিল তাদের। ৪৯.৪ ওভার পর্যন্ত খেলতে হয়েছিল। ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। দলের হয়ে মুরশিদা ৯, শারমিন ৩১, ফারজানা ৪৫, নিগার ৪, রুমানা ৫০*, রিতু ৩৩, লতা ০, ফাহিমা ০ ও সালমা ১৮* রান করেন।

 

পাকিস্তানের নাশরা ও ওমাইমা ২টি করে উইকেট নেন। এছাড়া আনাম, ফাতিমা ও নিদা একটি করে উইকেট নেন।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

পাকিস্তান নারী দল: ৫০ ওভারে ২০১/৭ (মুনিবা ২২, আয়েশা ৬, জাভেরিয়া ১২, ওমাইমা ০, নিধা ৮৭, আলিয়া ৬১*, ফাতিমা ৫, দিয়ানা ১*; জাহানারা ৮-০-৪০-০, সালমা ১০-২-৩২-১, রিতু ৯-০-৩৬-২, নাহিদা ১০-১-২৫-২, রুমানা ৮-০-৪০-১, ফাহিমা ৩-০-১৩-০, লতা ২-০-১৩-০)

 

বাংলাদেশ নারী দল: ৪৯.৪ ওভারে ২০২/৭ (মুরশিদা ৯, শারমিন ৩১, ফারজানা ৪৫, নিগার ৪, রুমানা ৫০*, রিতু ৩৩, লতা ০, ফাহিমা ০, সালমা ১৮*; আনাম ১০-১-৩০-১, দিয়ানা ৮-০-৪১-০, ফাতিমা ৪.৪-০-৩৫-১, নাশরা ১০-২-২৪-২, নিদা ১০-১-১৭-১, ওমাইমা ৭-০-৪৪-২)

 

ফল:  ৩ উইকেটে জয়ী বাংলাদেশ নারী দল।

 

ম্যান অব দ্য ম্যাচ: রুমানা আহমেদ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর