শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫.৪ ওভারে ৯৩ রান করেছে বাংলাদেশ। এই রান করতে গিয়ে ৩ হারিয়েছে তারা।
সর্বোচ্চ ৪২ রান নিয়ে ব্যাট করছেন নাইম ইসলাম। ৪৪ বলে ২ চার ও ২ ছয়ের মারে এরান করেছেন তিনি। ক্রিজের অপর প্রান্ত আগলে রেখেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি তার ব্যাট থেকে এসেছে ৪ রান। এছাড়া নাজমুল ইসলাম শান্ত ৫, শামীম হোসেন ২২ ও আফিফ হোসেন ২০ করেছেন।
পাকিস্তানের ওমর কাদির ২টি ও শাহনেওয়া দাহানি ১টি উইকেট নিয়েছেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। শেষ ম্যাচে জিততে পারলে ৩-০ তে সিরিজ জিতবে আফ্রিদর শিষ্যরা। তবে আজকের ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ।
আরআই