বিএনপির দফাভিত্তিক বা গণ-আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না বলে জোর গলায় জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তাদের এসব হুমকি-ধামকি নিজেদের পদ-পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। গত এক যুগের বেশি সময় ধরে নানা ইস্যুতে তারা আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছে। কিন্তু এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনো রূপ আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি। তাই ১ দফা বা ১০ দফা যে আন্দোলেই করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায়-আসে না।
সোমবার রাজধানী ঢাকায় তাঁর বাসভবনে প্রেস ব্রিফিংকালে বিএনপি নেতাদের সরকার পতনের ১ দফা আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের জানান, অতীতেও দেশবাসী বিএনপির দফাভিত্তিক আন্দোলন দেখেছে। তাদের আন্দোলন রাজপথে নয়, ফেসবুক আর মিডিয়া নির্ভর। নিজেদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন দলটির নেতারা। তবুও কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে অবিরাম লিপ-সার্ভিস দিয়ে যাচ্ছেন তারা।
এমকে