করোনার কারণে গত দুই বছরে সাধিত হওয়া ক্ষতি পুষিয়ে নিতে সব ধরণের বিশেষত উন্নয়ন কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রোথ রেট (উন্নয়নের ধারা) সহ সবকিছু করোনার আগের অবস্থায় ফেরাতে এবং সেখান থেকে আবার উন্নয়ন (প্রোগ্রেস) করতে এ নির্দেশনা দেয়া হয়। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিবের ভাষ্যনুযায়ী, করোনাকালে দীর্ঘদিন ‘লকডাউন’ ছিল দেশে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া প্রায় সব ধরনের কাজই বন্ধ থাকায় এ ক্ষতি হয়েছে। তিনি জানান, করোনা সংক্রমণের দুই বছর হয়ে গেছে, সংক্রমণ অনেকটাই কমে এসেছে। এরই মধ্যে একটা প্রটোকলও ডেভেলপ হয়ে গেছে। তবে এখনো সংক্রমণের সময় দেয়া বিধিনিষেধ কিছু কিছু বলবৎ রয়েছে।
বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উত্থাপন করা হয় উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মা সেতুর কাজের অগ্রগতি এখন পর্যন্ত ৭৮ শতাংশ। গত জুন পর্যন্ত দেশের জিডিপি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ, ২ হাজার ২২৭ থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে মাথাপিছু আয় । ২৩ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে রাজস্ব আয়, ১৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন খাদ্য মজুত করা হয়েছে।
এমকে