মন্তব্য
সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে থেকে বাদ পড়েছিল পাকিস্তান। কিন্তু তারা অপরাজিত হয়েই সেমিতে উঠেছিল। আর দলের অন্যতম ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ছিল তাতে অসাধারণ ভূমিকা। বাংলাদেশের বিপক্ষেও দারুণ খেলেছেন তিনি। তারই পুরস্কার স্বরূপ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরার মুকুট উঠেছে তার মাথায়।
এ সিরিজে তার ব্যাট থেকে এসেছে ৯০ রান। এছাড়া উইকেটের পিছনেও বেশ সক্রীয়। করেছেন ৬ ডিসমিসাল। এতেই সিরিজ সেরার পুরষ্কার নিজের করে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
প্রথম টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ১১ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৩৯ রান করেন। শেষ ম্যাচে করেন ৪০ রান।
আরআই