পাট চাষে প্রশিক্ষণ পেলেন একশ’ কৃষক

২২ নভেম্বর ২০২১

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় পাট চাষের ওপর একশ’ কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার উপজেলা অডিটরিয়াম রুমে এক দিনের প্রশিক্ষণ দেয়া হয় তাদের। প্রশিক্ষণের দেয়া হয় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনুল আবেদীনের সভাপতিত্বে ও উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন- পাট অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতাউর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারি পরিচালক সোলায়মান আলী, ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা তৈবুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে অংশ গ্রহণকারী কৃষকের মাঝে একটি করে পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হয়।

 

মহিনুল ইসলাম সুজন/এমকে


মন্তব্য
জেলার খবর