মন্তব্য
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারা দেশে দেড় কোটি মানুষকে করোনা প্রতিরোধী টিকা দেয়ার টার্গেট সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার রাজধানী ঢাকার একটি হোটেলে এক সেমিনারে এ কথা জানান। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এ সেমিনারের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দিতে আগামী কয়েকদিনের মধ্যে দুই-তিনটি কার্যক্রম করা হবে। এর আগেও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একবার দেশব্যাপী টিকা দেয়া হয়েছে। তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।
টিকা নিতে লোক কমে আসছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা কেন্দ্রে আগের মতো ভিড় নেই। তাই যারা টিকা নেননি, তারা এগিয়ে আসুন। শুধু ন্যাশনাল আইডি কার্ড বা জন্মনিবন্ধন হলেই টিকা দেয়া হয়। টিকা নেবেন, ভালো থাকবেন- যোগ করেন মন্ত্রী জাহিদ।
এমকে