দেশে বেড়েছে মাথাপিছু আয়

২২ নভেম্বর ২০২১

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২৫৫৪ মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৪৭ শতাংশ। রাজস্ব আদায় বেড়েছে ২৩ দশমিক ৫৭ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রতিবেদন উত্থাপন করা হয়। বৈঠকে শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজধানী ঢাকায় সচিবালয়ে এ বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদনের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, এ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ২৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার। খাদ্য মজুত করা হয় ১৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন। ১৫ দশমিক ১২ শতাংশ বেড়ে ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে রফতানির পরিমাণ। আর এফডিআই সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে ১ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। আশ্রয়ণ ২ প্রকল্পের মাধ্যমে ৫৪ হাজার ৪৩৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গৃহনির্মাণ করা হয়েছে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের। সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির ৩ দশমিক ০১ শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে-  ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর