সাংবাদিক জুয়েলের পিতার ইন্তেকাল, বিশিষ্ট নাগরিকদের শোক প্রকাশ

২৩ ফেব্রুয়ারী ২০২২

এম. এ. জিন্নাহ, চাটমোহর (পাবনা):

পাবনার চাটমোহরের স্থানীয় দৈনিক আমাদের বড়াল’র সম্পাদক, দৈনিক ইত্তেফাক’র চাটমোহর প্রতিনিধি ও চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলের পিতা এমদাদুল হক মারা গেছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), মৃত্যুর আগের কয়েকদিন অসুস্থ ছিলেন তিনি।

বাদ যোহর রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে,২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এমদাদুল হকের বাড়ি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। চাকুরির বয়স পূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগেই অবসরে যান। স্থানীয় মসজিদ ও মাদ্রাসা পরিচালনাসহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ছিল। ফুটবল ও ভলিবল খেলোয়াড় হিসেবেও সুনাম ছিল তাঁর।

এদিকে তাঁর মৃত্যুর খবর শুনে সহকর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ শোকাহত হয়। তাদের বড় একটি অংশ জানাজায় অংশ নেন। এদের মধ্যে অন্যতম ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও গুনাইগাছা ইউপি চেয়ারম্যান। অন্যদিকে তাঁর মৃত্যুর ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংসদীয় পাবনা-৩ এলাকার বিশিষ্ট নাগরিকরা। এদের মধ্যে রয়েছেন- স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার,পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল, চাটমোহর প্রেসক্লাব সভাপতি মোঃ রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত শাহা কিংশুক, চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, বাংলাদেশ ২৪ অনলাইন ডট কম-এর হেড অব নিউজ মহিদুল খান, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাংবাদিক রাজিউর রহমান রুমি,শাহীন রহমান, এমএ জিন্নাহ, ইকবাল কবির রঞ্জু,পবিত্র তালুকদার,এম এস আলম বাবলু,মো. নুরুল ইসলাম, শিমুল বিশ্বাস, তুষার ভট্রাচার্য, প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর