বেড়েছে ধর্ষণ-নির্যাতন, কমেছে মামলা

২৩ নভেম্বর ২০২১

আগের অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরের ৩০ জনু পর্যন্ত দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের হার বেড়েছে, এ সংক্রান্ত মামলা বেশি হয়েছে। তবে সার্বিকভাবে এ সময়ে কমেছে মামলার সংখ্যা- ৯১ হাজারের বেশি। মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রতিবেদন তুলে ধরা হয়। রাজধানী ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে এ বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের অর্থবছরের চেয়ে ২০২০-২১ অর্থবছরে ধর্ষণের ঘটনা বেড়েছে ১ হাজার ৩৮০টি,  নারী নির্যাতন বেড়েছে ১ হাজার ৯৭টি। ২০২০-২১ অর্থবছরে ৭ হাজার ২২২টি ধর্ষণ আর ১৪ হাজার ৫৬৭টি নারী নির্যাতনের মামলা হয়েছে। আগের অর্থবছরে এ সংখ্যা ছিল যথাক্রমে ৫ হাজার ৮৪২টি ও ১২ হাজার ৬৬০টি।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, গত অর্থবছরে সার্বিক মামলার সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজারটি। চলতি অর্থবছরের শেষে এ সংখ্যা দাঁড়ায় ৫ লাখ ৬৯ হাজার ৩৬২টি।মন্ত্রিপরিষদ সচিবের দেয়া তথ্যানুযায়ী, আগের অর্থবছরে ৩৩৬টি ডাকাতির মামলা হলেও ২০২০-২১ অর্থবছরে হয়েছে ৩২১টি, কমেছে ১৫টি। ৯১৯টি থেকে  বেড়ে ১ হাজার ৪৮টি হয়েছে রাহাজানির মামলা। ২ হাজার ১৬৭টি থেকে কমে ১ হাজার ৭৪৭টি হয়েছে অস্ত্র আইনের মামলা। ২৭টি কমে খুনের মামলা  হয়েছে ৩ হাজার ৪৫৮টি। গত ৩০ জুন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট পাওয়া গেছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এমকে


মন্তব্য
জেলার খবর