পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। টেস্টে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাতে এ দল ঘোষণা করা হয়।
দলে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা। এছাড়া দলে রাখা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে ফিট থাকলেই কেবল খেলতে পারবেন তিনি। তবে ছিটকে পড়েছেন তাসকিন
এ মাসের ২৬ তারিখ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। পরের ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ ডিসেম্বর। প্রথম ম্যাচ খেলার জন্য মঙ্গলবার চট্টগ্রামে যাবে দুই দল।
বাংলাদেশ টেস্ট দল :
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।
আরআই