২০ দশমিক ৫ শতাংশে নেমেছে দরিদ্রতা

২৩ নভেম্বর ২০২১

দেশে কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে দরিদ্রতা । পক্ষান্তরে বেড়ে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছে মাথাপিছু আয়। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারও বেড়ে হয়েছে ৪১১ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানী ঢাকায় শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

পরিকল্পনামন্ত্রী আরো জানান, দেশে বর্তমানে বৈদেশিক মূদ্রার রিজার্ভের পরিমাণ ৫০ বিলিয়ন মার্কিন ডলার, সাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ। আর গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৮ বছরে। তিনি জানান, অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করা হয়েছে, ২০০৫-০৬ সাল থেকে নিয়ে আসা হয়েছে ২০১৫-১৬ বছরে।এতে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর