পীরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি:
প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়ার ৬ দিন পর নিজের দাবি পূরণ হয়েছে প্রেমিকার, শেষমেশ বাধ্য হয়ে উভয় পরিবার সায় দেয়ায় বিয়ে হয়েছে এ যুগলের। মঙ্গলবার দুপুরে তাদের বিয়ে হয়। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার জুনিদেরপাড়া গ্রামের রফিকুলের বাড়িতে।
জানা গেছে, ১৭ নভেম্বর রফিকুলের বাড়িতে আসেন তার ছেলে রফিকুলের প্রেমিকা ববিতা রানি। এরপর বিয়ের দাবি জানান। ববিতা আসার পর তরিকুলসহ তার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু সেখানেই অবস্থান করতে থাকেন ববিতা, হুমকি দেন- তরিকুলের সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যা করবেন। তার এ অবস্থান উভয় পরিবারকে দাবিটি মেনে নিতে বাধ্য করে। ৩ লাখ ৫০ হাজার টাকা দেনমহরে এ যুগলের বিয়ে হয়। ববিতা রানি হরিরামপুর গ্রামের ইলিয়াছ মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানান, তারা দুজনই গার্মেন্টেসে চাকরি করতেন। সেখানেই তাদের পরিচয় হয়। একই এলাকার বাসিন্দা হওয়ায় পরিচয় পর্ববর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ববিতার সঙ্গে তরিকুল যোগাযোগ বন্ধ করে দিলে ববিতা তাদের বাড়িতে চলে আসেন।
আব্দুল হাকিম ডালিম/এমকে