বাস ভাড়া বাড়ানোর পর থেকেই সড়কে শুরু হয়েছে ভাড়া নৈরাজ্য। সরকার নির্ধারিত কিলোমিটার ভিত্তিক ভাড়ার পরিবর্তে ‘ওয়েবিল’ অনুযায়ী ভাড়া আদায় করছে বাস শ্রমিকরা। এ নিয়ে যাত্রী ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অনেক সময় এ বিতণ্ডা রূপ নিচ্ছে হাতাহাতিতে। রাজধানী ঢাকায় ভাড়া আদায় নিয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি এমন কি যাত্রীকে বাস থেকে ফেলে দেয়ার অভিযোগ ওঠেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিয়মিত অভিযান চালালেও থামানো যাচ্ছে না এ নৈরাজ্য। ভাড়া নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টিও। এক বিবৃতিতে ভাড়া নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে দলটির চেয়ারম্যান জিএম কাদের। ওয়েবিলটা হলো- নির্ধারিত স্টপেজভিত্তিক ভাড়া, কিলোমিটার ভিত্তিক ভাড়া নয়।
এদিকে ভাড়া বাড়ানোর পর বাসে বন্ধ করা হয়েছে শিক্ষার্থীদের হাফ পাস বা অর্ধেক ভাড়া। তাই এ পাস বা অর্ধেক ভাড়া নির্ধারণ ও বাস্তবায়নের দাবিতে কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা । অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ায় সরকার। যদিও এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমতে শুরু করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সরকার নির্ধারিত বাসভাড়া আদায় নিশ্চিতকরণে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে প্রতিদিন বিআরটিএর ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন। ভাড়া বাড়ানোর পর থেকে (৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর) এখন পর্যন্ত তিন হাজার ৩৪৯টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, জরিমানা করা হয়েছে ৭৮ লাখ ২১ হাজার ৪০০ টাকা। এছাড়া পরিবহন মালিক সমিতির পক্ষ থেকেও ভিজিলেন্স টিম সড়কে কাজ করছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক গণমাধ্যমকে জানিয়েছেন, নানা অযৌক্তিক ও ভুয়া হিসাব দেখিয়ে তেলের দামের চেয়েও কয়েকগুণ বাড়তি ভাড়া নিচ্ছে বাস মালিক শ্রমিকরা।
যাত্রীরা বলছেন, কেবল ভ্রাম্যমাণ আদালতর মুখোমুখি হলেই ‘সাধু’ হয়ে যায় চালক-হেলপার। তাছাড়া তাদের ‘ওয়েবিল’ অনুযায়ীই ভাড়া আদায় করেন। সরকার ভাড়া বাড়িয়েছে পয়সায়, তারা আদায় করে টাকায়। ওয়েবিলের নামে অল্প পথে বেশি ভাড়া নিচ্ছে। ওয়েবিল অনুযায়ী, মিরপুর-১০ থেকে কাওরানবাজার পর্যন্ত ভাড়া ১৫ টাকা। কিন্ত কাওরানবাজার সিগনাল পার হলেই ভাড়া বেড়ে যায় দশ টাকা। ফলে বাংলামোটর বা শাহবাগ নামলেও ২৫ টাকা দিতে হয় যাত্রীদের। এভাবেই রাজধানীর বিভিন্ন রুটে ভাড়া আদায় করা হচ্ছে।
এমকে