গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়েছে ৩১২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৩৮ জন করোনা রোগী। বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৬১ জন আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এক কোটি সাত লাখ ৮২ হাজার ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৪ দশমিক ৬১ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৭৭০টি,পরীক্ষা হয়েছে ২১ হাজার ২টি। শনাক্তের হার ১ দশমিক ৪৯। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১জন আর নারী ২ জন। তারা চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের বাসিন্দা, চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
এমকে