মাস্তানদের আগাম গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে

২৪ নভেম্বর ২০২১

পুরোপুরি রোধের নিশ্চয়তা দিতে না পারলেও ইউনিয়ন পরিষদের (ইউপি) আগামী নির্বাচনে সংহিসতা নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন স্থানীয় মাস্তানদের আগাম গ্রেফতারে নির্দেশ দেয়া হয়েছে। বুধবার নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সিইসি মনে করেন, পাড়া-মহল্লায় পাহারা দিয়ে সহিংসতা বন্ধ করা অসম্ভব। নির্বাচনি পরিবেশ ভালো রাখতে নির্বাচন সংশ্লিষ্ট সবারই সহযোগিতা দরকার।  জানান, প্রত্যেকটি সংহিসতার ঘটনাই তদন্ত করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করলে অতীতের মতো তদন্ত করে আগামীতেও আইনগত ব্যবস্থা, প্রয়োজনে মামলা করা হবে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

সিইসি বলেন, এমপি-মন্ত্রীদের দু’চার জন নির্বাচনি আচরণ বিধি মানছেন না বলে অভিযোগ এসেছে। তাঁদেরকে এলাকা ছাড়ার জন্য চিঠি দেয়া হয়েছে। তবে বেশিরভাগ এমপি-মন্ত্রীই আচরণ বিধি মেনে চলেছেন বলেও জানান তিনি।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর