সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে

২৪ ফেব্রুয়ারী ২০২২

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ারদর। এতে  উত্থান দেখা গেছে সূচকের। এর মধ্যেও হতাশার খবর- আগের কার্যদিবসের তুলনায়  কমেছে  লেনদেন, পরিমাণে ২০ কোটি ৯৭ লাখ টাকা।

এদিন ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১৩৫টির এবং  অপরিবর্তিত ছিল বাকি ৫৯টির। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৩০ দশমিক ৭৬, ডিএসইএস ৩ দশমিক ৩২ আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে। দিন শেষে ডিএসইএক্স ৬ হাজার ৯৪৮ দশমিক ৬৭, ডিএসইএস এক হাজার ৪৯৮ দশমিক ৫৫ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৫৫০ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৮২ লাখ টাকা। বুধবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেছে উত্থান-পতনের চিত্র। লেনদেনের তালিকায় বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড টাকার অঙ্কে  শীর্ষে উঠে আসে, ৮৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে ক্রাউন সিমেন্ট পিএলসি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের ক্ষেত্রে এদিন ২৮৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ৮৪টির এবং বাকি ৩৯টির অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্য সিএসসিএক্স ৪৭ দশমিক ৮৯ পয়েন্ট  বেড়ে ১২ হাজার ১৯১ দশমিক ৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই ৮২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩১৩ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে।  লেনদেন হয় ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ২৪ কোটি ৪২ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর