মন্তব্য
পবিত্র ভূমির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। মাহি বুধবার নিজের ফেসবুকে জানিয়েছেন, যাচ্ছেন সৌদি আরব। দেশটির মক্কা নগরীতে যাবেন ওমরাহ পালন করতে।
আর এই ঘোষণা জানান দেওয়ার সময় যে কয়টি ছবি ব্যবহার করেছেন, তার সব কটিতেই স্বামী রাকিবকে টুপি পরিহিত ও নিজেকে বোরকা ও নিকাবে আচ্ছাদিত করেছেন নায়িকা।
ভক্তদের উদ্দেশে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহ পালন করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'