ফাতিমার মেন্টর আমির খান

২৫ নভেম্বর ২০২১

কিরণ রাওয়ের সঙ্গে আমির.খানের ডিভোর্সের ঘোষণার পরপরই নেটপাড়ায় রব উঠেছিল আমির-ফাতিমার সম্পর্ক নিয়ে।

নেটিজেনদের একটা বড় অংশের দাবি, ফাতিমার প্রেমে পড়েই নাকি কিরণের সঙ্গে নিজের সংসার ভেঙেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

তবে অতীতে দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখ স্পষ্ট করেছেন, আমির খান তাঁর মেন্টর মাত্র। তাঁদের মধ্যে কোনো রকমের প্রেমের সম্পর্ক নেই বা থাকতে পারে না। 


মন্তব্য
জেলার খবর