কর কমিশনারের কার্যালয়ে ১০টি পদে বিশাল নিয়োগ

২৫ নভেম্বর ২০২১

অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৮ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দিষ্ট জেলার বাসিন্দারা যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের আজ ২৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর।

 

যে পদগুলোতে আবেদন করা যাবে:

১. কম্পিউটার অপারেটর পদে ১ জন নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকেত হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ (গ্রেড-১১)।

 

২. ব্যক্তিগত সহকারী পদে ১ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)

 

 

৩. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জনকে নিয়েগ হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)

 

৪. উচ্চমান সহকারী পদে ১০ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)।

 

৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৪ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা হবে। ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় অভিজ্ঞতা হতে হবে। সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)।

 

৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

 

৭. গাড়িচালক পদে ৪ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)।

 

৮. নোটিশ সার্ভার পদে ৭ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)।

 

৯. অফিস সহায়ক পদে ১৫ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)।

১০. নিরাপত্তা প্রহরী পদ ১১ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে যে কেনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)।

 

পদের সংখ্যা: ১১টি

 

সকল পদের জন্য প্রার্থীর বয়স ১ নভেম্বর, ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঢাকা বিভাগের সব জেলাসহ টাঙ্গাইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে বা [email protected] বা [email protected] ঠিকানায় মেইল করা যেতে পারে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর