বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলায় এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি করেন ৩৫ বয়সী এক গৃহবধূ। অভিযুক্তের নাম এনামুল হক রুমির (৫২), তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে শাখারিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মামলার বরাত দিয়ে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট নরেশ মুখার্জী জানান, ওই গৃহবধূ রুমির বাড়িতে ২০২০ সালে গৃহকর্মী হিসেবে কাজ নেন। পরবর্তীতে রুমি দারিদ্র্যতার সুযোগ নিয়ে ও বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। একই বছর থেকে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন।
চেয়ারম্যান প্রার্থী এনামুল হক রুমি বলেন, মামলার বিষয়ে আমি কিছু জানি না। আর আমার বাড়িতে কোন গৃহকর্মীও নেই। প্রসঙ্গত, এ ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোট হওয়ার কথা রয়েছে।
দীপক কুমার সরকার/এমকে