টেস্টে ভালো খেলতে চায় টাইগাররা

২৫ নভেম্বর ২০২১

একটু ফর্মে নেই বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রত্যাশিত ভরাডুবি হয়েছে। নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষেও। এ নিয়ে ক্রিকেটপ্রেমী মহলে সমালোচনার ঝড় উঠেছে। তবে দর্শকেদের সমালোচনায় কান দিতে নারাজ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন, আমি চেষ্টা করছি, বাইরের কথায় কান না দিতে। চেষ্টা করছি নিজের কাজে মনোযোগ দেওয়ার। নিজের কাজ করার।

 

আগামীকাল শুক্রবার। পাকিস্তানের বিপক্ষে সাদা পোষাকের লড়াইয়ে মাঠে নামবে মুমিনুলরা। বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

 

মুমিনুল বলেন, সমালোচনায় কান না দিয়ে নিজেদের কাজেই মনোযোগ দিচ্ছি। মানুষের সমালোচনা তো বন্ধ করতে পারব না। তাই আমরা নিজেদের কানই বন্ধ রাখছি।   

 

দর্শকদের সমালোচনা মানসিকভাবে যে কোনো খেলোয়াড়কে দূর্বল করে দেয় উল্লেখ করে মুমিনুলে আরো বলেন, ‘এ সময়ে মানসিকভাবে অনেকে দূর্বল হয়ে যায়। দূর্বল হই এ কারণে যে, আমরা বাইরের কথাগুলো অনেক বেশি নেই। আমি চেষ্টা করছি, বাইরের কথায় কান না দিতে। নিজের কাজে মনোযোগ দিতে চাই। ভালোভাবে করতে চাই নিজের কাজ।’

 

খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসতে হলে নিজেদের কাজে মনযোগ দেয়ার বিকল্প নেই উল্লেখ করে টেস্ট অধিনায়ক বলেন, ‘শেষ পর্যন্ত এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে হলে, আমাদের নিজের কাজেই মনোযোগ দিতে হবে। কারণ, বাইরে লোকে কথা বলবেই। আপনি তো মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। তাই আমার কাছে মনে হয় যে নিজের কান বন্ধ রাখতে হবে। এটাই আমি বিশ্বাস করি। সবাইকে সেটাই বলেছি। সবাই সেভাবেই কাজ করছে। দেখেন, এটা কিন্তু নতুন নয়। বাংলাদেশ দল এমন অবস্থার মধ্য দিয়ে আগেও গেছে এবং সেখান থেকে বেরিয়েও এসেছে। এবারও আমরা সেই চেষ্টাই করছি।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর