বৃষ্টি আইনে নারীদের পরাজয়

২৫ নভেম্বর ২০২১

জিম্বাবুয়ের হারারেতে থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৬ রানে হেরে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের বাছাই পর্বে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশের নারীরা। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তান এবং পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা।

 

বৃহস্পতিবার টস হেরে যায় বাংলাদেশ। থাইল্যন্ডের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। প্রতিপক্ষের বোলিং তোপে শুরুতেই উইকেট হারায় সালমারা। গত ম্যাচে শতক হাঁকানো শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা ১ রান করে বিদায় নেন। তবে ক্রিজের এক প্রান্ত আগলে রাখেন ওপেনার মুর্শিদা খাতুন। ৫ চারের মারে ৪৬ রান করেন তিনি।

 

এছাড়া ফারজানা হক ৫১, রুমানা আহমেদ ২৭, রিতু মনি ৫, লতা মণ্ডল ২৯, সালমা খাতুন, ফাহিমা খাতুন ০ ও নাহিদা আক্তার ১ রান করেন।

 

ফারজানা হকের অর্ধশতক ও মুর্শিদা খাতুনের ৪৬ রানে ভর করে ১৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এ রান করতে গিয়ে ৮ উইকেট হারায় তারা।

 

থাইল্যান্ডের নাটায়া বুচাথাম ৫টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন সুটিরুয়াং, কামচোমফু ও টিপোচ।

 

লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে থাইল্যান্ড। উইকেটে থিতু হয়ে বসেছিলেন দুই ওপেনার। ২৭.৫ ওভারে ব্যক্তিগত ৩৭ রানে আউট হন নাথাকান চানথাম। তাকে সাজ ঘরের পথ ধরান ফাহিমা খাতুন। এর আগে এ জুটি থেকে আসে ৯৭ রান। থাইল্যান্ডের যখন ১১৪ রান, আরেক ওপেনার সোনারিন ট্রিপোচকে সাজ ঘরে ফেরত পাঠান নাহিদা আক্তার। তার আগে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি।

 

১১৪ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নিলে জয়ের জন্য ৮ উইকেট হাতে রেখে থাইল্যান্ডের দরকার ছিল ৬৪ বলে ৪৫ রান। এরপর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে থাইল্যান্ড জেতে ১৬ রানে।

 

থাইল্যান্ডের কাছে হারলেও ৩ ম্যাচে ২ জয় নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার সবার ওপরে আছেন মুরশিদা-ফারজানারা।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর