অভিনয়ে ঠিকভাবে সময় দিতে পারছি না : মিম

২৬ নভেম্বর ২০২১

২৫ নভেম্বর থেকে মাছরাঙা টিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘একশতে একশ’ নামের একটি ধারাবাহিকের শুটিং করছেন। গাজীপুরের পূবাইলে এটির শুটিং হচ্ছে।

অভিনয় প্রসঙ্গে মিম মানতাসা বলেন, ‘প্রচুর অফার থাকার পরও আমি অভিনয়ে ঠিক সেভাবে সময় দিতে পারছি না। প্রথমত আমি ক্যারিয়ারের শুরু থেকেই কম কাজ করছি।

তবে সম্প্রতি বিয়ে এবং বাবা মারা যাওয়ার পর কাজ অনেক দিন বন্ধ রেখেছিলাম। কিছুদিন আগে অভিনয়ে ফিরেছি। চেষ্টা করছি ভালোভাবে অভিনয় করার। দর্শক বিনোদিত হলেই আমার অভিনয় সার্থক হবে।’


মন্তব্য
জেলার খবর