বাংলাদেশের প্রতিটা বাড়ি, মানুষ আমাদের পরিবার : কৌশানী

২৬ নভেম্বর ২০২১

কলকাতার নায়িকা কৌশানী বলেছেন, আমার কাছে এটা দুই দেশ না। আমরা বলি এপার-ওপার বাংলা; কিন্তু এটা (বাংলাদেশ) আমাদেরই একটা অংশ। আমার কাছে মনে হয়, বাংলাদেশের প্রতিটা বাড়ি, মানুষ আমাদের পরিবার।

কলকাতায় আমার সিনেমা মুক্তির পর এখানেও যখন মুক্তি পায়, তখন তারা যে প্রতিক্রিয়া দেখায়, সেটা সত্যিই প্রশংসনীয়। এখানে আসার পর সেটা আরও বেশি উপলব্ধি করছি। অবশ্য ঢাকায় থাকলে হয়ত আরও বেশি মানুষ দেখা করতে আসত। যেহেতু শহর থেকে এটা দূরে, তাই অনেকেই আসতে পারছেন না।

তিনি আরও জানান, শাকিব খান কলকাতায় যেসব সিনেমা করেছেন, সেগুলোর দু’একটা দেখেছেন। কিন্তু একেবারে ঢালিউডের সিনেমা সেভাবে দেখার সুযোগ পাননি এই অভিনেত্রী।


মন্তব্য
জেলার খবর