মোংলা বন্দরে একাধিক পদে চাকরি

২৬ নভেম্বর ২০২১

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত ও অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত একাধিক শূন্যপদে জনবল নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর, ২০২১।

যে পদগুলোর জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে: প্রধান চিকিৎসা কর্মকর্তা পদে একজন, সহকারী প্রকৌশলী (নৌযান/নৌ–ভান্ডার)

পদে ২ জন, ড্রেজার মাস্টার (দ্বিতীয় শ্রেণি) পদে একজন, সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান) পদে একজন, সিনিয়র স্টাফ নার্স (স্থায়ী) পদে জন, সিনিয়র স্টাফ নার্স (অস্থায়ী) পদে চারজন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা একজন, ড্রাইভার/ফর্কলিফট অপারেটর পদে তিনজন, কার মেকানিক পদে একজন, ভারী যানবাহন চালক পদে তিনজন, স্পিডবোট ড্রাইভার পদে একজন, মেসিনিস্ট পদে একজন, ভেসেল মেকানিক (গ্রেড-২) পদে একজন, সুপারভাইজার (গ্রেড-২) পদে একজন, সাইন পেইন্টার (গ্রেড-১) পদে একজন, মেকানিক (ভেসেল) পদে একজন, ট্রেসার পদে ২ জন ও নিরাপত্তা হাবিলদার পদে একজন নিয়োগ দেয়া হবে।

সংশ্লিষ্ট পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন।

আরআই


মন্তব্য
জেলার খবর