লাল কাঁকড়ার মাইগ্রেশনে বন্ধ রাস্তা, বানানে হয়েছে ব্রিজ

২৬ নভেম্বর ২০২১

অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে বৃষ্টির মৌসুমে কাঁকড়ারা বন থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যায়। এরা সংখ্যায় এত বেশি যে, দেখে মনেহয় যেন লাল গালিচা বিছিয়ে দেয়া হয়েছে। অরণ্য পেরিয়ে কাঁকড়ার দল যাতে নিরাপদে যেতে তার জন্য স্থানীয় প্রশাসন রাস্তা বন্ধ করে দিয়েছে। রাস্তাঘাটে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। স্থানীয়রাও সহযোগিতায় এগিয়ে এসেছে। কাঁকড়াগুলো যাতে নিরাপদে যেতে পারে সে জন্য 'ক্র্যাব ব্রিজ'ও তৈরি করে দেয়া হয়েছে।

 

অস্ট্রেলিয়ার এ দ্বিপটিতে প্রায় ৫০ মিলিয়ন কাঁকড়া রয়েছে, যা প্রথিবীর মধ্যে সর্বোচ্চ। দ্বিপটিতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিস্নাত রাস্তা দিয়ে অরণ্য পেরিয়ে সমুদ্রে যায় কাঁকড়ার দল। দলের নেতৃত্ব দেয় পুরুষ কাঁকড়ারা। স্ত্রী কাঁকড়া তাদের অনুসরণ করে। কাঁকড়াগুলি মূলত প্রজননের উদ্দেশ্যে এ যাত্রা করে।

 

&dquote;&dquote;

 

প্রকৃতিপ্রেমিক ও পরিবেশপ্রমীরা কাঁকড়াদের এই পরিযানকে ‘নেচার্স মোস্ট কালারফুল মাইগ্রেশন’ বলে অ্যাখ্যা দিয়েছেন। সমগ্র দ্বীপ জুড়ে বিশাল লাল কাঁকড়ার দলকে তাদের বাড়িঘর ছেড়ে সাগরের দিকে যাত্রা করতে দেয়ার জন্য অস্ট্রেলিয়ার কিছু অংশকে একেবারে স্থবির করে দেয়া হয়েছে। প্রকৃতির সবচেয়ে রঙিন এবং আকর্ষণীয় মাইগ্রেশন এটি। প্রাণীদের সুরক্ষার কথা ভেবে স্থানীয় মানুষজনও প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে থাকেন।

 

পার্ক অস্ট্রেলিয়া জানাচ্ছে, বিখ্যাত এই কাঁকড়াগুলো আসলে ক্যানিবালিস্টিক। দ্বীপের সকল কাঁকড়া একই সময়ে নিজেদের ঘর ছাড়ে এবং মিলন ও প্রজননের উদ্দেশ্যে সমুদ্রের দিকে যাত্রা করে। এই অভিবাসন প্রক্রিয়ার নেতৃত্ব দেয় পুরুষ কাঁকড়ারা এবং মেয়ে কাঁকড়ারা তাদের সঙ্গ দেয়। পুরুষ কাঁকড়ারা সঙ্গমের পরে জঙ্গলে ফিরে যায়, কিন্তু স্ত্রী কাঁকড়ারা ডিম পাড়ার জন্য প্রায় দুই সপ্তাহ ধরে গর্তের মধ্যে থাকে। প্রতিটি মহিলা কাঁকড়া ১ লক্ষ পর্যন্ত ডিম উত্পাদন করতে পারে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর