লেনদেন কমেছে ২৭৯ কোটির বেশি টাকা

২৬ নভেম্বর ২০২১

আগের কার্যদিবসের তুলনায় বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ২৭৯ কোটি ৭৭ লাখ টাকা। সবগুলো মূল্যসূচক সঙ্গে নিয়ে কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। মোট ৩৬২টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৪১টির, বেড়েছে ৮৯টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৩২টির

লেনদেন হয় ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১২৯ কোটি ৫৫ লাখ টাকা। বৃহস্পতিবার দিন শেষে ডিএসইএক্স সূচক ৬৫ দশমিক ৮২ পয়েন্ট কমে ছয় হাজার ৮৫২ দশমিক শূন্য আট পয়েন্টে, ডিএসইএস সূচক ৯ দশমিক ৬২ পয়েন্ট কমে এক হাজার ৪৪২ দশমিক ৩৮ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২৮ দশমিক ৫০ পয়েন্ট কমে দুই হাজার ৬০২ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বেক্সিমকো ও দর বৃদ্ধিতে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষে থাকে। লেনদেন হয় ১১৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৪ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর