শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যু

২৬ নভেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার ‍তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে। শনাক্ত হয়েছে ২৩৯ জন, মারা গেছেন ৩ জন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে ২৩৭ জন ও ৯ জন। স্বাস্থ্য অধিদফতরের শুক্রবার ও বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে পাওয়া গেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৭৩ জন। ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি আট লাখ ১৮ হাজার ৭৮৫টি।শনাক্তের হার ১৪ দশমিক ৫৬।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৭ জন।  নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৮৪৯টি, পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৯১৬টি। শনাক্তের হার এক দশমিক ৪১।

এমকে

 

 

 

 


মন্তব্য
জেলার খবর