নির্বাচনে না যাওয়ার চিন্তা করছে জাপা

২৬ নভেম্বর ২০২১

বিএনপির মতো জাতীয় পার্টিও আগামীতে নির্বাচনে না যাওয়ার চিন্তা ভাবনা করছে। কারণ হিসেবে চলমান ইউপি (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে তাদের প্রার্থীদের ওপর সহিংসতা চালানোর কথা বলছে। এও বলছে, তারা আর এখন সরকারের কোনো অংশ নয়, বিরোধী দল। বিষয়টি জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শুক্রবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি তুলে ধরেন।

দায়িত্ব পাওয়ার পর দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের উদ্দেশে রংপুর যাওয়ার পথে এ বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। জাপা মহাসচিব জানান, ইউপি নির্বাচনে তার দলের অংশগ্রহণ ছিল। ভরাডুবির ভয়ে নৌকার প্রার্থীরা গণ্ডগোল করে বিজয়ী হচ্ছে। তাঁর দাবি, ইউপি নির্বাচনে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীরা তাদের প্রার্থীর ওপর হামলা করেছে। পোস্টার ছিঁড়ে ফেলেছে। এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো মানে হয় না।

দ্রব্যমূল্য ও দেশের পরিস্থিতিও ওঠে আসে তাঁর কথায়। বলেন, দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেদিকে কোনো দৃষ্টি নেই সরকারের। নিরাপত্তা নেই মানুষের। এ কারণে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।  দেশকে উন্নয়নের পথে নিতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসানোর চিন্তা করছে জনগণ।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর