আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। ফলে টাইগারদের পরাজয় নিশ্চিত অনেকটা ধরেই নিয়েছিলেন। কিন্তু মিরাজ ও আফিফের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না। খেলা শেষে সাংবাদিকদের পাপন বলেন, আমাদের দুই ইয়ং স্টার যা দেখিয়েছে তা অবিশ্বাস্য। নতুন প্রজন্মের জন্য এটি ভালো সংবাদ হতে পারে। মেহেদি-আফিফ অসাধারণ ইনিংস খেলেছে। কিন্তু কয়েকটা আউট এত বাজে ছিল বলার মতো না।
তিনি বলেন, আমার কাছে মনে হয়নি উইকেট কোনো ইস্যু হতে পারে। এমন তো না যে এসব উইকেটে আগে কখনোও খেলেনি বাংলাদেশ দল। এসব মাঠে আমাদের খেলার অভিজ্ঞতা অনেক বেশি। আমার কাছে মনে হয়েছে উইকেট খুব ভালো ছিল। কিন্তু উইকেট ভালো হয়েও কোনো লাভ হয়নি। দল যে অবস্থায় ছিল আমরা হেরে যেতে পারতাম। যদি আফিফ-মেহেদি ভালো না খেলতো। তারা বলের মেরিট অনুযায়ী খেলেছে। কোনো বাজে শট খেলেনি। এগ্রেসিভ খেলেছে তাও না। যখন যে বলে, যেভাবে খেলা দরকার সেভাবেই খেলেছে।