জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরে নিয়ো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৩টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। আবেদনের শেষ তারিখ ৫ ডিসেম্বর, ২০২১।
যে পদগুলোতে আবেদন কর যাবে:
অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ওয়াশ অফিসার, অ্যাসোসিয়েট ওয়াশ অফিসার, সিনিয়র কমিউনিকেশনস, সিনিয়র শেল্টার অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স অফিসার, এক্সটার্নাল রিলেশনস অ্যাসোসিয়েট, এনার্জি অ্যাসোসিয়েট, প্রজেক্ট কন্ট্রোল অ্যাসোসিয়েট, হিউম্যান রিসোর্স অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট রেজিস্ট্রেশন অ্যান্ড আইডেন্টিটি ম্যানেজমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইন্টার-অ্যাজেন্সি কো–অর্ডিনেশন অফিসার, সিনিয়র হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট।
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে (পদ ভেদে ভিন্নতা আছে) স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। কোনো কোনো পদের ক্ষেত্রে কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকার কথা বলা হয়েছে। প্রার্থীকে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: কক্সবাজার, বেতন: আলোচনা সাপেক্ষে। বেতনের সাথে সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে https://unhcr.io/jobs/land.php এ ঠিকানায়।
আরআই