মন্তব্য
মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিং ও লিটন দাসের লড়াকু সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ভালো সংগ্রহ করেছে বাংলাদেশ। ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৫৫ রান। এদিন ৮৭ ওভার বর মাঠে গড়ায়। মুশফিক ৮৩ রান নিয়ে ক্রিজে আছেন।
এরআগে ১১৪ রানে থামেন লিটন দাস। ১১ চার ও এক ছয়ের মারে সাজানো ছিল লিটনের ইনিংসটি। ২৩৩ বলে খরচ হয়েছে এ রান নিতে। এছাড়া সাদমান ইসলাম ১৪, সাইফ ইসলাম ১৪, নাজমুল হাসান শান্ত ১৪ ও মুমিনুল হক ৬ রান করেন।
পাকিস্তানের হাসান আলী নিয়েছেন ২টি উইকেট। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৮৫ ওভারে ২৫৩/৪ (সাইফ ১৪, সাদমান ১৪, মুমিনুল ৬, নাজমুল ১৪, লিটন ১১৪, মুশফিক ৮২*।
শাহীন ১৮-৪-৫০-১ , ফাহিম ১০-২-৩৮-১, হাসান ১৩-৩-৩৮-১, নুমান ২২-৫-৫১-০, সাজিদ ২২-৩-৬৮-১)।