দাম নিয়ে অস্বস্তি

২৭ নভেম্বর ২০২১

দেশের বাজারে সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে অন্তত ১০টি নিত্যপণ্যের দাম। এ তালিকায় চাল, ডাল, আটা, ময়দাও রয়েছে। বর্ধিত এ দাম নিয়ে অস্বস্তিতে আছেন ভোক্তারা। কারণ এতে দিনের বাজার খরচ আগের তুলনায় বেড়েছে প্রায় দ্বিগুনের মতো। আয় আগের মতোই থাকলেও ব্যয় বাড়ায় সংসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। বাজার মনিটরিং সেল ঠিকমতো কাজ করলে জিনিসপত্রের দাম এতোটা বাড়তো না বলেই মনে করছেন ভোক্তারা।

ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা। গত সপ্তাহের ৬৮ টাকা কেজি দরের চাল ৭০ টাকায়, ২৪ টাকার আলু ২৬ টাকা বিক্রি হচ্ছে এখন। কেজি প্রতি খোলা আটায় ৩ টাকা, প্যাকেট আটায় ২ টাকা আর প্যাকেট ময়দায় ৫ টাকা বেড়েছে দাম। খোলা আটা ৩৮ টাকা ও প্যাকেট ময়দা ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে ৯টি নিত্যপণ্যের দাম বেড়েছে। এর মধ্যে কেজি প্রতি প্যাকেট ময়দায় ৭.১৮ শতাংশ, আদা ও তেজপাতায় প্রায় ২০ শতাংশ দাম বেড়েছে। ১০৫ টাকা কেজি দরের মসুর ডাল (ছোট দানা) বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

এদিকে দামের উত্তাপ কিছুটা কমেছে সবজি বাজারে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি শিম ৩০-৪০ টাকা, মানভেদে গাঁজর ৬০-১০০ টাকা, টমেটো ১৪০-১৬০ টাকা, পটল ৪০-৫০ টাকা, বরবটি ৫০-৭০ টাকা, ঝিঙা ৪০-৫০ টাকা, করলা ৬০-৮০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, ফুলকপির পিস ৪০-৫০ টাকা, বাঁধাকপির পিস ৩০-৪০ টাকা, কাঁচকলার হালি ৩০-৩৫ টাকা, শাকের আঁটি লাল ১০-১৫ টাকা, মূলা ১০-১৫ টাকা, পালং১৫ টাকা দরে বিক্রি হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর