দৌলতখানে নির্বাচনোত্তর সহিংসতায় নিহত- ১

২৭ নভেম্বর ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে খোরশেদ আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকালে সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের সীমান্তবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বহন করা ট্রলারে দুর্বৃত্তরা গুলি চালালে আক্রান্ত হয় খোরশেদ আলম টিটু। এ ঘটনায় মদনপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

খোরশেদ আলম টিটু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কানাইনগর গ্রামের তছির আহম্মেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম নাছিল উদ্দিন নান্নুসহ কয়েকজন ইউপি সদস্য সকালে ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি ঘাট থেকে ট্রলারে মদনপুর ইউনিয়নে যান। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় শেষে বিকাল সাড়ে ৪টার দিকে নাছির মাঝির উদ্দেশ্যে রওনা হন তারা। পথে ঘটনাস্থলে একটি স্পিডবোট থেকে একদল দুর্বৃত্ত তাদের ট্রলার লক্ষ্য করে গুলি ছুঁড়ে সটকে পড়ে। পরে ট্রলার থেকে টিটুকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যে স্পিডবোটে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায়, সেটি জব্দ করা হয়েছে। তদন্ত চলছে, পরিস্থিতি পুলিশের নিযন্ত্রণে রয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর