ফি’র একশ’ টাকা ব্যয়ে ৭১ তরুণ-তরুণীর পুলিশে চাকরি

২৭ নভেম্বর ২০২১

দীপক সরকার, বগুড়া:

নির্ধারিত ফি বাবদ প্রত্যেকেই একশ’ টাকা ব্যয় করে পুলিশে চাকরি পেয়েছেন  বগুড়ায় ৭১ জন তরুণ-তরুণী। টাকার জোরে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেল পদে চাকরি হয়েছে তাদের। সদ্য নিয়োগ পাওয়া এসব তরুণ-তরুণীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা পুলিশ কর্তারা। শুক্রবার রাত ৯টায় জেলার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এমন তথ্য জানান।

জানা যায়, নিয়োগপ্রাপ্ত এসব তরুণ-তরুণীর অধিকাংশ অতিদরিদ্র পরিবার থেকে এসেছে। এর মধ্যে ৬০ জন পুরুষ ও ১১ জন নারী। তাদেরই একজন সাগরিকা মাহাতো। শেরপুর উপজেলার সাউদিয়া পার্ক এলাকার সাগরিকা জানান, তার বাবা চাল কলের শ্রমিক। তিন বোনের সংসার। খুব কষ্ট করে সংসার চালান তার বাবা। এভাবে পুলিশের মতো একটা বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন তা কখনো ভাবতে পারেননি তিনি। এখন তার পরিবার সমাজে বুক উঁচু করে বাঁচতে পারবে বলেও জানান তিনি।

জেলা পুলিশের তথ্যানুযায়ী, ১৬ নভেম্বর থেকে পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। চাকরি পেতে লাইনে দাঁড়ায় জেলার ১২ উপজেলার ২ হাজার ৮০ জন তরুণ-তরুণী। এর মধ্যে শারীরিকভাবে যোগ্য ২৪৪ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।  তাদের মধ্যে থেকেই যাচাই-বাছাই শেষে এদের নিয়োগ দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর পাবনা) শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম (সদর সিরাজগঞ্জ), সহকারী পুলিশ নাজরান রউফসহ সব থানার ওসি।

এমকে


মন্তব্য
জেলার খবর