শেরপুর আ.লীগের সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

২৭ নভেম্বর ২০২১

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়াকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে দলটির জেলা ও কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। শুক্রবার সকালে  একটি অডিও ও ভিডিও রেকর্ড এলাকায় ছড়ালে বিকালেই এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। রেকর্ডটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কটূক্তি শোনা যায়। রেকর্ডটির বক্তব্য আম্বিয়ারই বলে মনে করছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে সমাবেশ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সমাবেশ চলাকালে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রেকর্ডটি সম্প্রতি অনুষ্ঠিত শেরপুর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে ঘরোয়া বৈঠকের। গোপনে ধারণ করা রেকর্ডটি ছড়িয়ে পড়লে শহরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়, বিশেষত রাজনৈতিক অঙ্গনে। ক্ষোভে ফেটে পড়েন দলীয় নেতাকর্মীরা।

১৫ মিনিটের রেকর্ডে শোনা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু উন্নয়নের কথা বলে ইউনিয়নের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাম্যমাণ মাজার নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেও জনগণ ভোট দেবে না। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বুদ্ধি নিয়েও কূরুচিপূর্ণ কথা বলতে শোনা যায়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি বলেন, অডিওটি আমি শুনেছি। এটি একটি জঘন্যতম মন্তব্য। বিষয়টি দলের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া বলেন, এটা আমার নয়। তবে অডিও-ভিডিওটি ক্রিয়েট এবং এডিট করা। কারা এটি করেছে সে বিষয়ে আমি খোঁজখবর নেবো। তিনি আরও বলেন, খানপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন এ বিক্ষোভ মিছিল করেছে।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বলেন, মিছিল শেষে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি করতে পারেনি,পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে


মন্তব্য
জেলার খবর