৭০৭ ইউপির তফসিল ঘোষণা

২৭ নভেম্বর ২০২১

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের  তফসিল ঘোষণা করা হয়েছে। এ ধাপে দেশের ৭০৭ ইউপির নির্বাচন হবে, ভোট হবে ৫ জানুয়ারি।  শনিবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে কমিশনের ৯০ সভা নির্বাচন ভবনের সভাকক্ষে হয়, সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

ইসি সচিব জানান,  মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৭ ডিসেম্বর, যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর।  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। মাঝে ১০ থেকে ১২ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল, আর নিষ্পত্তি ১৩ ও  ১৪ ডিসেম্বর।

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় চার হাজার ইউপিতে নির্বাচন হবে। বাকিগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে।

 


মন্তব্য
জেলার খবর