পরিপাকতন্ত্রে রক্তরক্ষণ হচ্ছে খালেদার, টেকনোলজি নেই দেশে: মির্জা ফখরুল

২৭ নভেম্বর ২০২১

পরিপাকতন্ত্র রক্তক্ষরণ হচ্ছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। কিন্তু রক্তক্ষরণের জায়গাটা বের করার মতো টেকনোলজি দেশে নেই। এ জন্যই চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো দরকার। কারণ এ রক্তক্ষরণই তাঁর জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ সভা হয়।

মির্জা ফখরুল জানান, বেগম জিয়া অনেকগুলো অসুখে ভুগলেও প্রধানত তার অসুখ পরিপাকতন্ত্রে। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণটা  দ্রুত বন্ধ করতে হবে। কিন্তু পরিপাকতন্ত্রের ঠিক কোন জায়গায় রক্তপাত হচ্ছে— এটা বের করার জন্য  কয়েক দিন ধরেই কাজ করেছেন ডাক্তারা। কিন্তু একটা জায়গায় এসে আর এগোতে পারছেন না টেকনোলজির অভাবে। এ কারণে চিকিৎসকরা বারবার বলছেন— খালেদা জিয়াকে একটা অ্যাডভান্স মেডিক্যাল সেন্টারে নেয়া দরকার, যেখানে চিকিৎসার ওই ডিভাইসগুলো আছে।

সভায় আরও উপস্থিত ছিলেন-  বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

এমকে


মন্তব্য
জেলার খবর